ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৫:৩০, ২৯ জুলাই ২০২৫

পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মাদারীপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুর মামলায় সদর উপজেলা যুবলীগের সদস্য ও ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছর ফেব্রুয়ারী মাসে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুর করে বিক্ষুদ্ধরা। এঘটনায় তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক জাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আক্কেল খানের ছেলে সালাউদ্দিন খানকেও আসামী করা হয়। দীর্ঘ দিন সালাউদ্দিনকে না পেলেও সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিকেলে মাদারীপুর আদালতে পাঠানো হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সালাউদ্দিন খান দীর্ঘ দিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য। 

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন হোসেন বলেন, ‘সালাউদ্দিন একটি মামলার আসামী থাকায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’ 
 

শিহাব

আরো পড়ুন  

×