ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

দুই দিনের কাজ এক দিনে! রাত ৪টায় ঘুমিয়ে বিশ্বজয় করছেন গুগল ডিপমাইন্ডের সিইও

প্রকাশিত: ১৫:৪৪, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৪৬, ২৯ জুলাই ২০২৫

দুই দিনের কাজ এক দিনে! রাত ৪টায় ঘুমিয়ে বিশ্বজয় করছেন গুগল ডিপমাইন্ডের সিইও

ছবি: সংগৃহীত

অনলাইন 'হাসল কালচার'-এর প্রবক্তারা যেখানে খুব সকালে ঘুম থেকে উঠার পরামর্শ দেন, সেখানে গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিসের সময়সূচি পুরোই ব্যতিক্রম। ২০১৭ সালে এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন রাত ৪টায় ঘুমাতে যান তিনি—যখন অনেকেই দিনের কাজ শুরু করেন।

হাসাবিস বলেন, “আমার কিছুটা অদ্ভুত অভ্যাস রয়েছে। আমি সাধারণত রাত ৪টার দিকে ঘুমাতে যাই। সকাল ১০টার দিকে অফিসে যাই, পুরোদিন অফিসে কাজ করি, এরপর বাসায় ফিরে পরিবারকে সময় দিই।”

 

 

কিন্তু এখানেই তার দিন শেষ হয় না। বরং, তিনি বলেন, তার “দ্বিতীয় দিনের কাজ” শুরু হয় রাত ১০টা কিংবা ১১টার দিকে। এই সময়টা তিনি গবেষণার জন্য বরাদ্দ রাখেন। “আমি তখন নতুন একাডেমিক পেপার পড়ি। আমার সৃজনশীল চিন্তাভাবনার সময় হলো এই গভীর রাত। আমি আবিষ্কার করেছি, কোন সময়টায় আমি সবচেয়ে ভালো চিন্তা করতে পারি এবং সে অনুযায়ী আমার রুটিন গড়ে তুলেছি,” বলেন তিনি।

এই ব্যতিক্রমী অভ্যাস যে কাজেও দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ২০১৪ সালে গুগলের কাছে প্রায় ৫০ কোটি ডলারে নিজের প্রতিষ্ঠিত এআই কোম্পানি ডিপমাইন্ড বিক্রি করেন হাসাবিস। পরবর্তীতে গুগল তার নিজস্ব এআই প্রকল্প ডিপমাইন্ডের সঙ্গে একীভূত করলে তিনি হন গুগল ডিপমাইন্ডের সিইও।

 

 

 

এই প্রতিষ্ঠান তৈরি করেছে গুগলের সর্বাধুনিক ভাষা মডেল *Gemini, এবং এরই মাধ্যমে এসেছে উল্লেখযোগ্য সাফল্য—AlphaFold, AlphaEvolve, Go গেমে মানুষের সেরা খেলোয়াড়কে হারানো, এমনকি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন।

হাসাবিস নিজেও রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন AlphaFold প্রকল্পে তার অসামান্য অবদানের জন্য।

 

 

মাত্র ৪৮ বছর বয়সে এত কিছু অর্জনের পেছনে তার রাত জাগা আর “দ্বিতীয় দিনের কাজ” করার নিয়ম যে বড় ভূমিকা রেখেছে, তা স্পষ্ট। একদিকে গবেষণা, অন্যদিকে একটি বিলিয়ন ডলারের কোম্পানি চালানো—এই দুই কাজ একসঙ্গে করতে পেরেছেন, কারণ তিনি এক দিনে দুটো দিন বানিয়ে নিয়েছেন।

ছামিয়া

×