ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কখনো খোলা ম্যানহোল, কখনো উড়ে আসা বিমান! আহারে জীবন!—পারশা মাহজাবীন

প্রকাশিত: ১৪:৪৮, ২৯ জুলাই ২০২৫

কখনো খোলা ম্যানহোল, কখনো উড়ে আসা বিমান! আহারে জীবন!—পারশা মাহজাবীন

“কখনো খোলা ম্যানহোল, কখনো উড়ে এসে পড়া বিমান! আহারে জীবন! কত সহজ তুমি! কত সস্তা!” — সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর বোধ জাগানো স্ট্যাটাস দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পারশা মাহজাবিন পূর্ণি।

সম্প্রতি ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এবং রবিবার রাতে টঙ্গী হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ড্রেনে পড়ে নিখোঁজ নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই স্ট্যাটাস যেন সামাজিক বাস্তবতার চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

নাগরিক নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা, এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার অভাবে সাধারণ মানুষের জীবন যেন প্রতিদিনই এক নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে — সেই চিত্রই প্রতিফলিত হয়েছে এই ক্ষণিকের লেখায়।

তিনি কমেন্টে আরো লেখেন, "আপুটার ছোট ছোট দুইটা জমজ বাচ্চা আছে দেখলাম। সারাজীবনের মত এতিম হয়ে গেলো! আর কোনোদিনও মা কে জড়িয়ে ধরতে পারবেনা, মায়ের হাতের রান্না খেতে পারবেনা! নিতেই পারছিনা বিষয়টা!" 

নোভা

×