
ছবি: সংগৃহীত
বাংলাদেশে কখন জাতীয় সরকার গঠিত হবে কিংবা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এসব কথা বলেন তিনি।
এসময় রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের ট্যারিফ (শুল্ক) নীতিকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক অগ্রগতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবে।
ইয়াও ওয়েন আরও বলেন, “যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নীতিমালার পরিপন্থী। এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।”
শিহাব