
জিম্বাবুয়ের হারারেতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সোমবার বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য।
পাকিস্তানের বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ লিটন দাসের দল জিতেছে ২-১ ব্যবধানে। তবে মিরপুরের স্লো-উইকেটে লো-স্কোরিং রান আর ব্যাটারদের নি¤œগামী স্ট্রাইক রেট যে আন্তর্জাতিক পরিম-লে তেমন কোনো ফল বয়ে আনবে না, সেটি স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। পাশাপাশি এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের মতো দুটি মেগা আসর সামনে রেখে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন, ‘জাতীয় দলে আসার জন্য স্ট্রাইকরেটের নিয়ম করে দিলেও লাভ হবে না।
কারণ ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ১৩০-১৩৫ কিমি গতির বোলার খেলবে। কিন্তু আন্তর্জাতিকে ১৪০ কিমি গতির বেশি খেলোয়াড় পাবে। তাই ঘরোয়া ক্রিকেটের ওই অ্যাপ্রোচে আন্তর্জাতিক খেললে দেখা যাবে একশ’ রানও করতে পারবে না।’ যে ধরনের কঠিন উইকেটে খেলা হচ্ছে সেটাকে প্রস্তুতির জন্য উপযোগী নয়।
আকরাম খান বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো যে খেলোয়াড়দের কীভাবে উন্নত করা যায়। খেলোয়াড়রা এখানে খেলবে, ভালো করবে তারপর জাতীয় দলে যাবে। একটা খেলোয়াড়ের থেকে সব সময় শুরু থেকেই খুব ভালো আশা করা যায় না।’ বর্তমান প্রেক্ষাপটে ঘরোয়া টি২০ লিগ নিয়মিত আয়োজন হওয়াকে ইতিবাচক বলে মনে করেন তিনি। অতীতে এমন টুর্নামেন্ট ছিল না বলেই খেলোয়াড়দের টি২০ অ্যাপ্রোচ গড়ে ওঠেনি। সামনে আরও উন্নতির সম্ভাবনাও দেখছেন তিনি, ‘আগে ঘরোয়া ক্রিকেটে টি২০ টুর্নামেন্ট হতো না। এখন ওরা ওই সুযোগটা পাচ্ছে।
অন্য দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও ঠিক সেভাবেই না এগোলেও চেষ্টা করছি। ইনশাআল্লাহ ২-১ বছরের মধ্যে আমাদেরও টি২০ খেলায় ভালো ইতিবাচক অ্যাপ্রোচ চলে আসবে।’ সব মিলিয়ে, দ্রুত ফল চাওয়া নয়, বরং পরিকল্পিত উন্নয়নের পথেই টি২০ শক্তি বাড়ানোর আহ্বান জানালেন আকরাম খান। তার মতে, দরকার খেলোয়াড়দের সঠিকভাবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক ক্রিকেটের মান অনুযায়ী প্রস্তুত করে তোলা। আসন্ন এশিয়া কাপকে ঘিরে প্রস্তুতিতে জোর দিচ্ছে বিসিবি। তবে শুধু স্কোয়াড বা কন্ডিশনিং ক্যাম্প নয়, এবার গুরুত্ব দেওয়া হচ্ছে উইকেটের মান ও ধরনকেও।
কারণ, খেলোয়াড়দের ব্যাটে-বলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইলে ম্যাচ উপযোগী উইকেটই হতে পারে বড় সহায়ক। সেটি বিবেচনায় নিয়েই বিসিবির পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বলে জানিয়েছেন আকরাম, ‘আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। ভালো উইকেট করলে আমাদের ব্যাটসম্যানরা তারা আরও স্বচ্ছন্দে খেলবে ও উন্নতি করবে। সিলেট, চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’
আকরাম খান মনে করেন, টি২০ ফরম্যাটে শক্তির চেয়ে কৌশল ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘টি২০ খেলায় শক্তি অতটা গুরুত্বপূর্ণ না, কীভাবে আপনি খেলছেন সেটা গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো যে এশিয়া কাপে যাওয়ার আগে আমরা দুইটা দলের সঙ্গে খেলার সুযোগ পেতে পারি। তবে এশিয়া কাপে যেই ধরনের উইকেটে খেলা হবে, সেই ধরনের উইকেটেই এখন খেলা উচিত।’ উল্লেখ্য, আগামী ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে হবে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ।
প্যানেল হু