ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ভেঙ্গে পড়া সড়ক সংস্কার করলেন কৃষকদল নেতা আশরাফ উদ্দিন

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৫২, ২৮ জুলাই ২০২৫

ভেঙ্গে পড়া সড়ক সংস্কার করলেন কৃষকদল নেতা আশরাফ উদ্দিন


স্থানীয় জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন। সম্প্রতি উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়ক ভেঙ্গে পড়া সড়কটি নিজের উদ্যোগে সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখেন তিনি। এছাড়া চলতি বর্ষায় খালের ভেঙ্গে পড়া বাঁধ নির্মাণ করেন। মায়ানী-মঘাদিয়া খালের তেতুলতলা এলাকায় ভেঙ্গেপড়া খালের বাঁধ নির্মাণ করেন তিনি।

সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্ত তৈরি হয়, ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসী একাধিকবার অভিযোগ জানালেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এমন পরিস্থিতিতে উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন সোমবার (২৮ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত তার ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় সড়কটি সংস্কারের কাজ শুরু করেন।

মো. আশরাফ উদ্দিন বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। এই সড়কটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও যখন কাজ হয়নি, তখন আমি নিজেই এগিয়ে এসেছি। এটা আমার দায়িত্ব মনে করেছি। আমি চাই, রাজনীতিবিদরা কথা নয়—কাজ দিয়ে মানুষের পাশে দাঁড়াক।”

স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। তাঁরা বলেন, আশরাফ উদ্দিনের মতো নেতৃত্বই আজকের দিনে প্রয়োজন, যারা বাস্তব সমস্যার সমাধানে সামনে এগিয়ে আসে। এমন উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এলাকাবাসী।

 

শেখ ফরিদ
 

×