ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বাউফলে  সড়ক দুর্ঘটনায়  শিক্ষার্থী  নিহত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:৫০, ২৮ জুলাই ২০২৫

বাউফলে  সড়ক দুর্ঘটনায়  শিক্ষার্থী  নিহত

ছবি: জনকণ্ঠ

সড়ক দুর্ঘটনায় মোঃ হাবিবুল্লাহ (১৬)  নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে পটুয়াখালী - বরিশাল ও ঢাকা মহা সড়কের  রহমতপুর কামিনী পেট্রোল পাম্পের কাছে মটরসাইকেল ও বাসের মুখামুখি সংঘর্ষে  তিনি নিহত হন। 

 

 

জানা গেছে, হাবিবুল্লাহ  বরিশালে তার চাচাতো ভাই ফয়সাল গাজীর স্টিলের দোকান  দেখাশুনা করতো।

ঘটনার দিন হাবিবুল্লাহ ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ইমরানের সাথে ব্যবসায়ীক কাজে মটরসাইকেলযোগে শিকারপুর দামুরা যাচ্ছিলেন।  পথে রহমতপুর  কামিনী  পেট্রোল পাম্পের কাছে একটি বাসের সাথে তাদের মটর সাইকেলটির মুখোমুখি  সংঘর্ষ  হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুউল্লাহ  নিহত হন এবং মোটরসাইকেল  চালক ইমরান(৩৫) আহত হন।

নিহত হাবিবুল্লাহর বাবার নাম  মোশারেফ হোসেন। তিনি কেশবপুর ডিএস মাদ্রাসার শিক্ষক। হাবিবউল্লাহ  তার একমাত্র ছেলে।

 

 

হাবিবুল্লাহ  এবছর ডিএস মাদ্রাসা  থেকে দাখিল পরীক্ষায়  উত্তীর্ণ  হন। তার বাড়ি  একই ইউনিয়নের  ৮ নং ওয়ার্ড  মমিনপুর গ্রামে। রাতে তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা  ঘটে। আগামী কাল মঙ্গলবার সকাল ৯টার দিকে হাবিবুল্লাহর লাশ জানাজা শেষে পারিবারিক  গোরস্তানে দাফন করা হবে।

ছামিয়া

×