
পটুয়াখালীতে ব্যতিক্রমধর্মী এক ধর্মীয় ও নৈতিক উদ্যোগের অংশ হিসেবে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের পুরস্কার হিসেবে চার তরুণ মুসল্লিকে বাইসাইকেল, পাঞ্জাবি ও জায়নামাজ প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের হলরুমে আয়োজিত এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করেন আয়োজক প্রতিষ্ঠান ইজমাউল উম্মাহ ফাউন্ডেশন।
পুরস্কারপ্রাপ্ত চার তরুণ হলেন— সাইফ, সাজিদ, সাফিন ও রিয়ান।
তাদের কেউ স্কুলপড়ুয়া, কেউ হাফেজি শিক্ষার্থী। তবে তাদের মধ্যে মিল রয়েছে একটি জায়গায়— তারা সবাই টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি সিব্বির আহমেদ। তিনি বলেন, “এই ধরনের আয়োজন কেবল পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং তরুণদের মধ্যে ধর্মীয় শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ গড়ে তোলার অনন্য প্রয়াস। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করা সত্যিই বিরল উদাহরণ।”
পুরস্কার হিসেবে তরুণদের হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল, জায়নামাজ ও পাঞ্জাবি। আয়োজকরা জানান, এই পুরস্কার কেবল বস্তুগত নয়, এটি এক ধরনের অনুপ্রেরণা ও মূল্যায়ন— যাতে করে ধর্মীয় অনুশাসনের প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ডা. খাইরুল বাশার, মাওলানা মোতাহার উদ্দিন ও প্রকৌশলী মিরাজ গাজী।
তারা সবাই ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড মসজিদের খতিব হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম।
তিনি বলেন, “নামাজ মুসলমানের আত্মপরিচয়। তরুণদের মাঝে এই চেতনা জাগ্রত করা সময়ের দাবি।”
সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব। তিনি বলেন, “এই ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম তরুণদের নৈতিকভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানি উন্নয়ন বোর্ড সবসময় এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”
পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন সাকিব বিল্লাহ, যিনি নিঃশব্দে কাজ করে এই ব্যতিক্রমী আয়োজন সফল করে তুলেছেন।
এই উদ্যোগ প্রমাণ করেছে— নামাজের প্রতি অঙ্গীকার শুধু আখিরাতের পথ নয়, বরং দুনিয়াতেও সম্মান ও স্বীকৃতির দরজা খুলে দেয়।
তরুণদের এমন সাহসী ও আত্মপ্রণোদিত পদক্ষেপ আমাদের সমাজে ঈমানি জাগরণে এক নতুন বার্তা হয়ে উঠুক, একটি সাইকেল হোক আগামী প্রজন্মের আলোর পথে প্রথম চাকা।
সানজানা