
ছবিঃ সংগৃহীত
দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রা ও চমকপ্রদ স্টাইল বহুবার নজর কেড়েছে বিশ্ববাসীর। এবার এক দুবাইবাসী তরুণ নিজের বাড়ির ছাদে ফেরারি-স্টাইলের জেটকার ঝুলিয়ে একেবারে নতুন মাত্রা দিলেন ঝাড়বাতি ধারণায়। এই ব্যতিক্রমী শৌখিনতা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও।
জেটকার ঝাড়বাতি: মোভ্লগসের ব্যতিক্রমী আইডিয়া
মোহাম্মদ বেইরাঘদারি, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে MoVlogs নামে পরিচিত, তিনি @edrive.jetcar নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় তার “নতুন ঝাড়বাতি” তৈরি করেন। প্রায় ৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি টাকার সমপরিমাণ) মূল্যের একটি ফেরারি-স্টাইল জেটকারকে নিজের ঘরের ছাদে ঝুলিয়ে অনন্য এক ঘর সাজিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কীভাবে সতর্কতার সাথে সেই গাড়িটি ছাদে ঝোলানো হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
এই ভিডিও এখন পর্যন্ত ২.৩ কোটিরও বেশি ভিউ ও ৮ লাখ লাইক পেয়েছে। কেউ কেউ একে আখ্যা দিয়েছেন ‘অসাধারণ’ আর কেউ আবার এর গঠন ও মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
অনেকে বলছেন, এটি আদতে ফেরারি নয় বরং একটি রেপ্লিকা বা ফাইবারগ্লাস মডেল, যার প্রকৃত মূল্য হতে পারে মাত্র ৫০ হাজার ডলার। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “এটা তো শুধু ফাইবার বডি, যদি ৫ লাখ ডলার দিয়ে কিনে থাকেন, তাহলে প্রতারিত হয়েছেন।”
এছাড়া অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন—বিশেষ করে ভূমিকম্প বা দুর্ঘটনার সময় ওই ঝুলন্ত গাড়ি পড়ে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মত দেন।
এর আগেও গাড়ি ঘিরে চমকপ্রদ ঘটনা
এই প্রথমবার নয়, দুবাইয়ে বিলাসবহুল গাড়ি নিয়ে এমন অদ্ভুত ঘটনা আগেও ঘটেছে। এর আগে এক ভারতীয় ব্যবসায়ী তার এক বছরের মেয়েকে উপহার দিয়েছিলেন একটি কাস্টম-মেইড রোলস-রয়েস। গাড়ির নম্বরপ্লেটে লেখা ছিল, "Congratulations, Isabella"। শুধু তাই নয়, গাড়িটির অভ্যন্তরে প্লাশ সিটে ছিল ছোট্ট ইসাবেলার আদ্যাক্ষর খোদাই করা এবং গাড়িটি ইংল্যান্ড থেকে বিশেষভাবে তৈরি করে আনা হয়েছিল।
দুবাইয়ের এই ব্যতিক্রমী চমকপ্রদ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। কেউ বলছেন ‘আধুনিক শিল্প’, কেউ বলছেন ‘প্লাস্টিক খেলনা’। তবে বিতর্ক যাই হোক না কেন, মোভ্লগসের এই আইডিয়া যে নজর কেড়েছে—তা বলাই যায়!
ইমরান