ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

তেল বিক্রি করতে নিষেধাজ্ঞা, আইন উপেক্ষা করে মহাসড়কের পাশে বিক্রি 

মনোয়ার হোসেন লিটন,  কুড়িগ্রাম

প্রকাশিত: ২৩:৫৫, ২৮ জুলাই ২০২৫

তেল বিক্রি করতে নিষেধাজ্ঞা, আইন উপেক্ষা করে মহাসড়কের পাশে বিক্রি 

কুড়িগ্রামের চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করতে মেসার্স সোহেল এণ্ড ব্রাদার্সকে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখার সহকারী কমিশনার এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে গত ১৭ জুলাই ইস্যূ হয়। 

তবে, এ নির্দেশনা উপেক্ষা করে গোপনে মেসার্স সোহেল এণ্ড ব্রাদার্স, জুম্মাপাড়া, মাটিকাটা,  চিলমারী প্রতিষ্ঠান মহাসড়কের পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করছেন। লাইসেন্সটির সত্ত্বাধিকারী মো. সামিউল আলম সোহেল। 

সোমবার (২৮ জুলাই) সরেজমিনে দুপুরের পর দেখা গেছে ট্রাকে জ্বালানি তেল বিক্রি করছেন। তবে বেশিরভাগ সময় দোকান বন্ধ থাকলেও গাড়ির চালকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময় গোপনে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সোহেল এন্ড ব্রাদার্স। 

জানা গেছে, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে উপজেলার মাটিকাটার মোড়ের পাশে মেসার্স সাগর ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন অবস্থিত। ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে তেল সরবরাহ করে আসলেও এর প্রায় ১০০ মিটারের ভেতরে গড়ে উঠেছে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে একটি জ্বালানী তেল বিক্রির প্রতিষ্ঠান ও মিনি পাম্প। 

এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জেলা প্রশাসকের উদ্যোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী প্রশাসকের কার্যালয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার দায়িত্বে থাকা সহকারি কমিশনার একটি চিঠির মাধ্যমে অবৈধ জ্বালানি তেল বন্ধের নির্দেশ দেন। 

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, এটি কোন পাম্প নয়। তেল বিক্রির অনুমতি আছে কিনা সেটা নিয়েও অনেক সন্দিহান। প্রশাসনের উচিৎ সরেজমিনে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা। 


এবিষয়ে উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, এবিষয়ে ৭/৮ জন ফোন দিয়েছে, আপনারা কয়জন আছেন বলেন তো? আপনারা একি বিষয়ে ৭-৮ জন ফোন দিয়েছেন। এটা (চিঠি) হাতে পাইনাই, আজকে হাতে পেয়েছি, তাও এক সাংবাদিক পাঠাইছে।

Jahan

×