ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি: ময়মনসিংহে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

শেখ আবদুল আওয়াল, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৫৩, ২৮ জুলাই ২০২৫

এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি: ময়মনসিংহে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

দেশ গড়ার লক্ষ্যে 'জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেল পাঁচটার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর টাউন হল মাঠে এসে শেষ হয়। সমাবেশের আগে নেতৃবৃন্দ ‘জুলাই আন্দোলনে’ শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছেন—তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর। যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। অথচ অবকাঠামোগত উন্নয়ন হয়নি, ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি, নদীকেও ধ্বংস করেছে। আমরা ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব। ৫ আগস্টের মধ্যে 'জুলাই সনদ' ও ঘোষণা-পত্র আদায়ের বিষয়ে আমরা আপসহীন থাকব।”

তিনি আরও বলেন, “নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখজনকভাবে এনসিপির নাম ব্যবহার করেও কেউ কেউ চাঁদাবাজি করছে। আমাদের লক্ষ লক্ষ কর্মী দরকার নেই। যাদের তেলবাজি আর সেলফি তোলার শখ, তারা এনসিপিতে অনাকাঙ্ক্ষিত। আগে নিজেদের ঘর ঠিক করতে হবে। প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষকে বোঝাতে হবে এনসিপির প্রয়োজনীয়তা। সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে কিছু হবে না। ঐক্যবদ্ধভাবে সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।”

মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “ময়মনসিংহে অনেক মানুষ শহীদ হয়েছেন। কিন্তু প্রশাসন আহত ও শহীদ পরিবারের কোনো খোঁজ নিচ্ছে না। তারা ব্যস্ত চাঁদাবাজ ও তেলবাজদের নিয়ে। কোনো আহত ভাই যদি আপনার চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়, তাহলে আপনি সে চেয়ার হারাবেন। মনে রাখবেন, আপনারা শহীদদের রক্তের ওপরে বসে আছেন।”

তিনি আরও বলেন, “আমি শিক্ষার্থীদের বলব, কেউ যদি শহীদ বা আহত পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।

এ ছাড়া জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির ময়মনসিংহ প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

সানজানা

×