ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নিরপেক্ষতার জন্য পিএসসি দুদকসহ সাংবিধানিক কমিটি করতে হবে - নাহিদ ইসলাম

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ জুলাই ২০২৫

নিরপেক্ষতার জন্য পিএসসি দুদকসহ সাংবিধানিক কমিটি করতে হবে - নাহিদ ইসলাম

দুদকসহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে ময়মনসিংহে গণসমায়েতে বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন ও দুদকসহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে। এনসিপি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত প্রত্যাশা করে। এসব প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই পদযাত্রায় নেমেছি। আমরা এখনো কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, সেই দেশ আমরা অচিরেই বিনির্মাণ করতে পারবো।’

ময়মনসিংহ আন্দোলনের সুতিকাগার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জমিদারি প্রথার বিরুদ্ধে, ঔপনিবেশিকের বিরুদ্ধে, কৃষক আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশবিরোধী লড়াই-সংগ্রাম করেছে এই অঞ্চলের মানুষ। আমরা সেই কৃষকের সন্তান। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই, তখন দেখি পড়াশোনা করে আমাদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তাই চাকরির জন্য, ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করেছিলাম। সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল।’

নাহিদ ইসলাম বলেন, ‘ময়মনসিংহ বিভাগীয় শহর হওয়ার পরও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে। প্রাণ ও প্রকৃতি হত্যা করা হয়েছে। আমরা চাই, পরিবেশবান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বণ্টন করতে। এ জন্য ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকবে বলে আশা করছি।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপির নাম ও ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। এনসিপি যখন রাজনীতির নতুন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত, তখন কোনো কোনো নেতা চাঁদাবাজি করবেন; এটা বরদাশত করা হবে না।’

তিনি বলেন, ‘আগে নিজের ঘর ঠিক করতে হবে। নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে। সাধারণ মানুষের কাছে যান। তাদের সমস্যা শোনেন। চাঁদাবাজ ও তেলবাজদের দূরে রাখুন। চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজদের এনসিপিতে ঠাঁই নাই।’

হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এনসিপির নামে চাঁদাবাজি, তেলবাজি ও সেলফিবাজির বাণিজ্য বরদাশত করা হবে না।

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের সমালোচনা করে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘খুনি হাসিনা যখন আন্দোলনের মাঠে আমাদের ওপর গুলি করেছিল, তখন আমরা কি ওয়াকআউট করেছিলাম? আমাদের ভাইয়েরা যখন আহত হয়েছিল, তারা কি তখন যুবলীগ ও ছাত্রলীগের মধ্য থেকে ওয়াকআউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা করতে যাচ্ছি, যখনই আহত ও শহীদদের স্বপ্ন রচনা করতে যাচ্ছি; সেখানে দেখতে পারছি, একটি দল (বিএনপি) ওয়াকআউট করার যাত্রা করছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না। আহতদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না।’


দলের জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিনের সভপাতিত্বে আরও বক্তব্য রাখেন ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, নাহিদ সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ, শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদ, ডা. জাহিদুল ইসলাম, আশিকিন আলম রাজন, আবুল বাশার, তানহা সামান্তা প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী এটিএম মাহাবুবুল আলম, সদস্য আশিকুর রহমান, তারিক হোসেন। 

আঁখি

×