ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

কঠিন সহনশীলতা পরীক্ষায় গ্যালাক্সি জেড ফোল্ড৭-এর টিকে থাকার চমক

প্রকাশিত: ০০:০১, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০১:৪৫, ২৯ জুলাই ২০২৫

কঠিন সহনশীলতা পরীক্ষায় গ্যালাক্সি জেড ফোল্ড৭-এর টিকে থাকার চমক

ছবি: সংগৃহীত

স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড৭ (Z Fold7) কঠিন সহনশীলতা পরীক্ষায় অংশ নিয়েও অবিশ্বাস্যভাবে সফল হয়েছে। জনপ্রিয় ইউটিউব চ্যানেল JerryRigEverything–এর ‘টর্চার চেম্বারে’ নিয়ে যাওয়া হয়েছিল ডিভাইসটিকে, যেখানে এটিকে আঁচড়, আগুন ও বাঁকানোর মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়।

ছবি: সংগৃহীত

ফোল্ডেবল ফোন সাধারণত সহনশীলতার দিক থেকে খুব একটা ভালো খ্যাতি না পেলেও, এবারের জেড ফোল্ড৭ ব্যতিক্রম প্রমাণিত হয়েছে।

স্যামসাংয়ের তৈরি এ পর্যন্ত সবচেয়ে পাতলা ও হালকা ফোল্ড ডিভাইসটি প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছে। ফোনটির বাইরের পর্দায় ব্যবহৃত Corning Gorilla Glass Ceramic 2 মোস স্কেলের ৬ নম্বর স্তরে গিয়ে আঁচড় পড়ে, যা এই ধরনের কাচের জন্য স্বাভাবিক।

ছবি: সংগৃহীত

তবে ভিতরের স্ক্রিনটি এখনও আগের মতোই দুর্বল। আলট্রা-থিন গ্লাস (UTG) দিয়ে তৈরি হওয়ায় মাত্র ২ নম্বর স্তরেই সেখানে সহজে দাগ পড়ে।

ছবি: সংগৃহীত

ফোনটির অ্যালুমিনিয়াম ফ্রেম এবং Armor FlexHinge নির্মাণ বেশ মজবুত, যা আঘাত সহ্য করতে সক্ষম। পাশাপাশি, IP48 রেটিং এটিকে ধুলাবালি ও ছোট পাথরের টুকরার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা দিতে সক্ষম হয়েছে।

ছবি: সংগৃহীত

ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বাঁকানোর পরীক্ষা। সেখানে ফোনটি যথেষ্ট পরিমাণে মোড় (ভাঁজ) নিলেও, কার্যক্ষমতা অটুট থাকে—এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

 

 

রাকিব

×