ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সাঁতারুর মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০৬:০৪, ২৯ জুলাই ২০২৫

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সাঁতারুর মৃত্যু

ছবি: প্রতীকী

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উত্তর ফ্রান্সের স্থানীয় প্রশাসন। শনিবার ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর এই বিপজ্জনক জলপথে প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ১৮ জনে।

সংবাদমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের পাস-দ্য-কালে ডিপার্টমেন্টের বরাতে এপি জানিয়েছে, যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করা একটি নৌকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। পরে নৌকাটি ফ্রান্স উপকূলে ফিরে আসে।

উদ্ধারকারীরা বোলোন-সুর-মেরে শহরের কাছের একুইহেন সৈকতের অদূরে তাকে খুঁজে পায় এবং প্রাণ ফেরানোর চেষ্টা চালালেও সফল হয়নি।

এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ফরাসি গণমাধ্যম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টাকালে চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন।

 

সূত্র: এপি।

রাকিব

×