
ছবি: সংগৃহীত
আইরল্যান্ডের পশ্চিম উপকূলে একটি বোতলে পাওয়া বার্তা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেটিকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে চার বছর আগে নিখোঁজ হওয়া তাইওয়ানের মাছ ধরার ট্রলার Yong Yu Sing No. 18-এর রহস্য।
বোতলটি ইনিশিয়ার নামে একটি ছোট দ্বীপের উপকূলে খুঁজে পান ম্যাথিউ লং নামের এক ব্যক্তি। তিনি বলেন, বন্ধু সঙ্গে হাঁটতে বেরিয়ে হঠাৎ করেই মোমে মোড়ানো এক বোতলের সন্ধান পান। বোতল খুলে দেখা যায়, ভিতরে একটি হাতে লেখা বার্তা আছে যা চীনা, ইন্দোনেশীয় ও ইংরেজিতে লেখা।
লং বলেন, “গুগল ট্রান্সলেট ব্যবহার করে বুঝতে পারি, প্রথমাংশটি ইন্দোনেশীয় ভাষায় লেখা একটি এসওএস বার্তা।”
বার্তাটিতে লেখা ছিল, “দয়া করে সাহায্য পাঠান! আমরা ১২/২০ তারিখ থেকে নিখোঁজ। এখানে আমরা তিনজন আছি। দ্বীপটির নাম জানি না। আমরা আহত। সাহায্য করুন। হ্যালো। এসওএস।” শেষে ছিল একটি চীনা অক্ষর "Li" ও জাহাজটির নাম – Yong Yu Sing No. 18।
লং বোতলটি স্থানীয় পুলিশকে জমা দেন এবং পরে রেডিটে বিষয়টি পোস্ট করেন। রেডিটের r/beachcombing ফোরামে বিষয়টি ভাইরাল হয়। কিছুক্ষণের মধ্যেই ইন্টারনেট গোয়েন্দারা বার্তাটি ২০২১ সালে নিখোঁজ হয়ে যাওয়া তাইওয়ানের ট্রলারটির সঙ্গে যুক্ত করে ফেলেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাহাজটির মালিক সর্বশেষ ২০২০ সালের ৩০ ডিসেম্বর ক্যাপ্টেন লি-র সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। এরপর থেকেই জাহাজটির কোনো খোঁজ মেলেনি।
২০২১ সালের ১ জানুয়ারি ট্রলারটি নিখোঁজ ঘোষণা করা হয়। পরে Midway Atoll-এর কাছাকাছি প্রায় ৬০০ কিমি দূরে ট্রলারটি উদ্ধার করা হলেও কোনও ক্রু মেলে না, এমনকি লাইফবোটও নিখোঁজ ছিল। তাইওয়ানের ইয়িলান জেলার প্রসিকিউটর অফিস ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও, আজও ক্যাপ্টেন লি এবং ৯ জন ইন্দোনেশীয় ক্রুর ভাগ্য অজানা।
ইতোমধ্যে তাইওয়ানে নিখোঁজ নাবিকদের পরিবারের স্বার্থ রক্ষাকারী সংগঠন Su’Ao Fisherman’s Association এই বার্তাকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং সরকারের কাছে বিষয়টি যাচাই করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, যদি বার্তাটি সত্য হয়, তবে সরকার যেন আন্তর্জাতিক সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়।
তাইওয়ানের জনপ্রিয় ফোরাম PTT-তেও বার্তাটির সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। কেউ কেউ এটিকে ১৯৯২ সালের সেই ঘটনার সঙ্গে তুলনা করেছেন, যখন একটি কার্গো জাহাজ থেকে ২৮,০০০টি প্লাস্টিকের হাঁস পানিতে পড়ে যায় এবং সেগুলোর অনেকগুলো বিশ্বের বিভিন্ন উপকূলে ভেসে আসে।
ম্যাথিউ লং বলছেন, "আমি প্রথমে মনে করেছিলাম এটা নিছক একটা ধাপ্পাবাজি। কিন্তু এখন মনে হচ্ছে, হয়তো সত্যিও হতে পারে।"
মুমু ২