
ছবি: সংগৃহীত।
জনসংখ্যা হ্রাস, তরুণদের শহরমুখী প্রবণতা এবং গ্রামীণ জনপদে কর্মসংস্থানের সংকট—এইসব সমস্যা সমাধানে ইউরোপের একাধিক দেশ গ্রহণ করেছে অভিনব কৌশল। নতুন বাসিন্দা টানতে তারা দিচ্ছে নগদ অর্থ, বাড়ি সংস্কারে অনুদান, এমনকি ব্যবসার জন্য বিনিয়োগ সহায়তাও।
আয়ারল্যান্ড – দ্বীপে থাকলেই ৮৪ হাজার ইউরো!
‘Our Living Islands’ প্রোগ্রামের আওতায় কেউ যদি আয়ারল্যান্ডের প্রত্যন্ত দ্বীপে পরিত্যক্ত বাড়ি কিনে সংস্কার করে বসবাস শুরু করেন, তাহলে সরকার দেবে সর্বোচ্চ €84,000 অনুদান।
শর্ত:
-
দ্বীপগুলোতে গাড়িতে যাওয়া যায় না, যেতে হয় নৌকা বা বিমানে।
-
বিদেশিদের জন্য ইমিগ্রেশন সুবিধা নেই—স্বাভাবিক নিয়মে ভিসা/রেসিডেন্সি নিতে হবে।
উদ্যোক্তাদের জন্য সুযোগ:
-
€50,000 বিনিয়োগে ব্যবসা শুরু করে স্টার্টআপ প্রোগ্রামে দীর্ঘমেয়াদি রেসিডেন্সি পাওয়া যায়।
সুইজারল্যান্ড – পরিবার নিয়ে এলেই দিচ্ছে লাখো টাকা!
আলবিনেন গ্রামে বসবাস করলে স্থানীয় প্রশাসন দিচ্ছে প্রতি প্রাপ্তবয়স্কে CHF 25,000 ও প্রতি শিশুর জন্য CHF 10,000।
শর্ত:
-
বয়স ৪৫-এর নিচে হতে হবে
-
স্থায়ী রেসিডেন্সি থাকতে হবে
-
কমপক্ষে ১০ বছর থাকতে হবে
নন-ইইউ নাগরিকদের জন্য রেসিডেন্সির উপায়:
-
ব্যবসা স্থাপন (নূন্যতম মূলধন: CHF 20,000)
-
লাম্প-সাম ট্যাক্স স্কিমে অংশগ্রহণ
ইতালি – ১ ইউরোর বাড়ি ও নগদ অনুদান
গ্রামীণ এলাকায় পরিত্যক্ত বাড়ি পুনর্গঠনে ইতালি সরকার দিচ্ছে নগদ সহায়তা।
বিস্তারিত:
-
টোস্কানা: ১০,০০০–৩০,০০০ ইউরো
-
সারদিনিয়া: সর্বোচ্চ ১৫,০০০ ইউরো
-
বাড়িগুলোর মূল্য মাত্র ১ ইউরো
ভিসা ও রেসিডেন্সি:
-
ডিজিটাল নোম্যাড ভিসা (দূর থেকে কাজ করার সুযোগ)
-
ইনভেস্টর ভিসা: সরকারি বন্ড, স্টার্টআপ বা দাতব্য খাতে বিনিয়োগে রেসিডেন্সি
-
১০ বছর পর নাগরিকত্বের আবেদন করা যাবে
স্পেন – যুবকদের জন্য ১০,০০০ ইউরো পর্যন্ত অনুদান
Extremadura অঞ্চলে নতুন বাসিন্দা বসাতে সরকার দিচ্ছে বড় অঙ্কের প্রণোদনা।
অনুদান পরিমাণ:
-
বয়স ৩০-এর নিচে হলে €10,000
-
অন্যান্যদের জন্য €8,000
-
অতিরিক্ত €4,000–৫,০০০ ইউরো পর্যন্ত অনুদান
ডিজিটাল নোম্যাড ভিসা:
-
মাসে কমপক্ষে €2,762 আয় থাকতে হবে
-
হেলথ ইনস্যুরেন্স, অপরাধমুক্ত সনদ ও কাজের প্রমাণ দরকার
-
পরিবারসহ ইউরোপজুড়ে বসবাস ও ভ্রমণের সুযোগ
তথ্যসূত্র : নোম্যাড পোস্ট
নুসরাত