ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

গাজায় এক ফোঁটা খাবারও গেল না দুই মাস—তবু ‘বেঁচে আছে’ মানুষ, কিভাবে?

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ জুলাই ২০২৫

গাজায় এক ফোঁটা খাবারও গেল না দুই মাস—তবু ‘বেঁচে আছে’ মানুষ, কিভাবে?

ছবি: সংগৃহীত।

দ্য গার্ডিয়ান-এর প্রধান মধ্যপ্রাচ্য সংবাদদাতা এমা গ্রাহাম-হ্যারিসন গাজার খাদ্যসংকট নিয়ে UN-এর সমর্থিত একটি রিপোর্ট থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন।

তিনি যে প্রতিবেদনটির উদ্ধৃতি দিয়েছেন, সেটি হল Integrated Food Security Phase Classification (IPC) এর রিপোর্ট, যেখানে বলা হয়েছে—গাজায় এখন ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির দুর্ভিক্ষ’ বাস্তবেই ঘটতে শুরু করেছে।

ইসরায়েলের "চরম সীমাবদ্ধতা" খাদ্য সরবরাহ ভয়ংকরভাবে কমিয়ে দিয়েছে, যাতে গাজার মানুষের ন্যূনতম প্রয়োজন মেটানোও সম্ভব হচ্ছে না। বিশেষ করে তাজা খাবার—যেমন সবজি বা মাংস—প্রায় একেবারেই নেই।

গাজার জনসংখ্যার জন্য প্রতি মাসে প্রায় ৬২,০০০ মেট্রিক টন খাদ্য প্রয়োজন। কিন্তু IPC রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি তথ্য দেখায় যে মার্চ ও এপ্রিল মাসে এক গ্রাম খাবারও গাজায় প্রবেশ করেনি। মে মাসে ঢুকেছে মাত্র ১৯,৯০০ টন এবং জুনে ঢুকেছে ৩৭,৮০০ টন।

বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) জরুরি পরিচালকের মন্তব্য:
“এই শতকে এমন কিছু আমরা দেখিনি।” — জেনেভায় সাংবাদিকদের এক ভিডিও কনফারেন্সে রোম থেকে বলছিলেন রস স্মিথ।

তিনি আরও বলেন:
“এটা বিংশ শতাব্দীর ইথিওপিয়া বা আফ্রিকা দুর্ভিক্ষের স্মৃতি ফিরিয়ে আনছে। আমাদের এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।”

 

 

 

 

সূত্র: দ্যা গার্ডিয়ান

মিরাজ খান

আরো পড়ুন  

×