ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের নৌ-অভিযানের চতুর্থ ধাপ শুরু

প্রকাশিত: ১৯:৫৭, ২৯ জুলাই ২০২৫

ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের নৌ-অভিযানের চতুর্থ ধাপ শুরু

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলঘেঁষা সামুদ্রিক কার্যক্রমের বিরুদ্ধে চতুর্থ ধাপের নৌ-অভিযান শুরু করেছে।

সোমবার (২৮ জুলাই) ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে জানান, নতুন ধাপে ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি বন্দরে কার্যরত কোম্পানিগুলোর সব জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, “এই অভিযান আমাদের মানবিক দায়বদ্ধতা, যা গাজার পক্ষে। এখন থেকে যেকোনো কোম্পানি যারা অধিকৃত বন্দরগুলোতে ব্যবসা করে, তাদের মালিকানাধীন জাহাজ, গন্তব্য যেখানেই হোক না কেন, তা আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৈধ লক্ষ্য হবে।”

সারিয়ি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন তারা ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন—এই নির্দেশনা উপেক্ষা করলে তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কোম্পানি ও জাহাজ কর্তৃপক্ষকে নিতে হবে।

ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের কয়েক দিন আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠান। এতে তিনি বলেন, ইয়েমেন আন্তর্জাতিক মুক্ত নৌ চলাচল সমর্থন করে—তবে তা ইসরায়েলি জাহাজ বা যে কোনো দেশ, কোম্পানি বা পক্ষ যারা সামরিক, লজিস্টিক বা অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সহযোগিতা করে, তাদের বাদে।

চিঠিতে সকল বাণিজ্যিক জাহাজ ও সামুদ্রিক প্রতিষ্ঠানকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় এবং সতর্ক করা হয় যে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট পক্ষকে নিতে হবে।

সানায় অবস্থিত ইয়েমেন সরকারের পক্ষ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ইসরায়েল বা তার সংশ্লিষ্ট অর্থনৈতিক স্বার্থের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া থেকে নিজেদের নিরাপদ রাখা যায়।

এদিকে ইসরায়েলি বিশ্লেষক এবং তেলআভিভ বিশ্ববিদ্যালয়ের উপ-সভাপতি এয়াল জিসার স্বীকার করেছেন, ইয়েমেনি হামলাগুলো এখন আর ‘সকালের হালকা উত্তেজনা’ নয়।

তিনি বলেন, “এই হামলাগুলো এখন সিরিয়াস হুমকিতে রূপ নিয়েছে। রেড সি’তে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, ইলাত বন্দরের কার্যক্রম কার্যত পঙ্গু হয়ে পড়েছে।”

ইয়েমেনের এই অভিযানের ধারাবাহিকতা আন্তর্জাতিক বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইমরান

আরো পড়ুন  

×