
ছবি: সংগৃহীত।
বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন, গণ–অনাহার প্রতিরোধে গাজায় অনেক বেশি পরিমাণে এবং জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া দরকার।
তিনি বলেন:
“গাজার মানুষের সহ্যের সীমা ছাড়ানো দুর্ভোগ গোটা বিশ্বের চোখে এখন স্পষ্ট। দুর্ভিক্ষের ‘আধিকারিক ঘোষণা’ পর্যন্ত অপেক্ষা করে, তারপর জীবনরক্ষাকারী খাদ্য পৌঁছে দেওয়া—এটা মানবিকতা নয়।
গাজায় বৃহৎ পরিসরে খাদ্য সহায়তা অবিলম্বে ও বাধাহীনভাবে ঢুকানো দরকার, এবং প্রতিদিন নিয়মিতভাবে তা পৌঁছাতে হবে, যাতে গণ–অনাহার প্রতিরোধ করা যায়।
তিনি আরও সতর্ক করে বলেন:
“মানুষ ইতিমধ্যেই অপুষ্টিতে মারা যাচ্ছে। আমরা যত দেরি করব, মৃত্যুর সংখ্যা ততই বাড়বে।”
সূত্র: দ্যা গার্ডিয়ান
মিরাজ খান