
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি বিয়ের জন্য এখনও যোগ্য পাত্র খুঁজে পাচ্ছেন না। সংসার করার জন্য উপযুক্ত মনের মানুষ না পাওয়ায় তিনি এখনো অবিবাহিত।
তমা মির্জা বলেন, "সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি।" তিনি আরও যোগ করেন, জীবনে প্রেম একাধিকবার আসতে পারে, তবে এই সময়ে এসে সারা জীবন একজনের সঙ্গে কাটানোর মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন।উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নির্মাতা রায়হান রাফী-এর সঙ্গে তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে। তবে এ বিষয়ে অভিনেত্রী সরাসরি কোনো মন্তব্য করেননি।
রাজু