ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

স্ট্রেচারে ছটফট করছিলেন রোগী, ডাক্তার ঘুমে অচেতন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২৯ জুলাই ২০২৫

স্ট্রেচারে ছটফট করছিলেন রোগী, ডাক্তার ঘুমে অচেতন!

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মেরঠে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে চিকিৎসকদের চরম গাফিলতি। রোড অ্যাক্সিডেন্টে আহত সুনীল নামের এক ব্যক্তিকে মেরঠের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজ (LLRM)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে রক্তাক্ত অবস্থায় ছটফট করলেও ঘুমিয়ে ছিলেন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই জুনিয়র চিকিৎসক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ডাক্তার এয়ারকন্ডিশনের নিচে বসে পা তুলে ঘুমাচ্ছেন। তার সামনে একটি মা ও শিশু চিকিৎসার জন্য অপেক্ষা করছে, আর পাশে রক্ত গড়িয়ে পড়ছে সুনীলের পা থেকে। উপস্থিত স্বজনরা অনেকবার ডাক্তারদের জাগানোর চেষ্টা করলেও কেউ সাড়া দেয়নি।

ঘটনার সময় ডিউটি ইন-চার্জ ড. শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। পরে তিনি জানান, অভিযোগ পেয়ে দ্রুত হাসপাতালে উপস্থিত হন এবং সুনীলকে চিকিৎসা দেন। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনীলের মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা পেলে সুনীলকে বাঁচানো যেত। তারা চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ইতোমধ্যেই দুই জুনিয়র ডাক্তার- ভূপেশ কুমার রায় ও অনিকেতকে বরখাস্ত করা হয়েছে।

LLRM মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. আর সি গুপ্ত জানান, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই ঘটনাটি আবারও দেশের সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যেখানে চিকিৎসক ঘুমান, সেখানে মানুষ মরতে বাধ্য!”

মুমু ২

×