ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

চীনে বন্যায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ২৯ জুলাই ২০২৫

চীনে বন্যায় ৩০ জনের মৃত্যু

বেজিংয়ের মিয়ুন এলাকার রাস্তাগুলো বন্যায় তলিয়ে গেছে

চীনের উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বেজিংয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বেজিং কর্তৃপক্ষ। বন্যায় প্রায় ১৩০টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কয়েক ডজন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এখানকার বাসিন্দারা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। খবর বিবিসির।

উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন বলে জানা গেছে। এ ছাড়া বেজিংয়ে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকারীরা বুক-গভীর বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছেন, যেখানে ভারি বন্যার কারণে গাড়ি ডুবে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের শহরতলির জেলা মিয়ুনের। একজন বাসিন্দা জানান, সোমবার সকালে তিনি তার অ্যাপার্টমেন্টের বাইরে বন্যার পানিতে যানবাহন ভেসে যেতে দেখেছেন।

প্যানেল হু

×