ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে বললেন ড. মারুফ হোসেন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:০৩, ২৯ জুলাই ২০২৫

বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে বললেন ড. মারুফ হোসেন

আ.লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে দাউদকান্দি-বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, জাতীয়  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

গতকাল (২৮ জুলাই) সন্ধ্যায় পুলিশের বিশেষ শাখা(এসবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশব্যপী জেলার এসপিদের সজাগ থাকার কথা জানিয়ে একটি প্রতিবেদন দেন। এতে উল্লেখ্য করা হয়,  আ.লীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সারাদেশব্যপী টানা ১১ দিন অপতৎপরতা ও নাশকতা করতে পারে। এটি ফলাও করে বিভিন্ন মিডিয়া প্রচার করে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি -তিতাস বিএনপিসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকতে বলেছেন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে একটি স্ট্যাটাস দেন। যা পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো," সারাদেশে বিশেষ সতর্কতা: দাউদকান্দি ও তিতাসে বিএনপিসহ সকল জাতীয়তাবাদী শক্তিকে মাঠে সক্রিয় থাকার আহ্বান। 

আগামী ১১ দিন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, অভিশপ্ত যুবলীগ, বাতিল স্বেচ্ছাসেবকলীগ ও তাদের হেলমেটবাহিনীর যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।বিএনপিসহ সকল জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান

যেকোনো ধরনের উস্কানি বা নাশকতা রুখে দিতে দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা-বাজারে বিএনপিসহ সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করতে হবে মাঠে থেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন, আমরা সবাই মিলে এই দেশবিরোধী, জনগণের শত্রু অপশক্তিকে প্রতিহত করি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও সুসংগঠিত ও সচেষ্ট হই।

আঁখি

×