ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

হিন্দু-মুসলিম সম্প্রীতি আমাদের আবহমানকালের ঐতিহ্য: রায়হান সিরাজী

শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া, রংপুর

প্রকাশিত: ২৩:১৫, ২৯ জুলাই ২০২৫

হিন্দু-মুসলিম সম্প্রীতি আমাদের আবহমানকালের ঐতিহ্য: রায়হান সিরাজী

রংপুর মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রায়হান সিরাজী বলেছেন, হিন্দু-মুসলিম সম্প্রীতি আমাদের আবহমানকালের ঐতিহ্য। কিছু উসকানিমূলক চক্র এই সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। নবী (সা.) কে কটুক্তির ঘটনায় আমরা ব্যথিত হয়েছি। এই নেককারজনক ঘটনা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসঙ্গে যারা হিন্দু পল্লীতে হামলা চালিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে, এটাই আমাদের দাবি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার‌ বেতগাড়ি ইউনিয়নের হিন্দু-অধ্যুষিত আলদাদপুর গ্রাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার (২৬ জুলাই) একই গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে রঞ্জন কুমারকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উত্তেজিত জনতা পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলা থেকেও এসে আলদাদপুর হিন্দুপল্লীর ২২ টি পরিবারের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এমন পরিস্থিতিতে জামায়াতের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ও ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেয়। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করে।

প্রতিনিধি দলে আরও ছিলেন উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন আমির মো. শাহ আলম, জামায়াত নেতা ডা. আফাজ উদ্দিন, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম প্রমুখ।

আঁখি

×