ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরোনো মঠ

মুরাদ খান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মানিকগঞ্জ

প্রকাশিত: ২৩:১০, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১১, ২৯ জুলাই ২০২৫

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরোনো মঠ

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক মঠ। ২৫০ বছরেরও বেশি পুরনো মত্ত মঠ নামেই পরিচিত এটি। ঐতিহাসিক এই মঠের অবস্থান মানিকগঞ্জের মত্ত গ্রামে। এই জেলাটি নানা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ। সেখানকার তেমনই একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলো মত্ত মঠ।

মানিকগঞ্জ জেলা সদর থেকে প্রায় দেড় মাইল পূর্বে মত্ত গ্রামে মঠটি কালের সাক্ষী হয়ে ২৫০ বছর ধরে দাঁড়িয়ে আছে। মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক এক নিদর্শন হলো এই মত্ত মঠ।

২৫০ বছরের পুরোনো হলেও আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মঠটি। ইতিহাস মতে, এককালে ওই স্থানে হেমসেন নামের এক জমিদার শাসন করতেন। হেমসেন তার বাবার শেষকৃত্যের স্থানে মঠটি নির্মাণ করেন।

জানা যায়, মঠটি নির্মাণ করতে ইরান থেকে কারিগর নিয়ে এসেছিলেন তিনি। মঠটি প্রায় ২০০ ফুট উঁচু। স্থানীয় নিটল দীঘির পাড়ে ১৫ শতাংশ জমির ওপর মত্ত মঠ অবস্থিত।

এখানে আরো রয়েছে একটি হাই স্কুল। মঠকে ঘিরে রয়েছে একটি বিশাল আকারের পুকুর ঘাট। পুকুর ঘাটের চারপাশে রয়েছে পাকা রাস্তা।

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী শুধু মত্ত মঠ নয়, মানিকগঞ্জে রয়েছে বেতিলা জমিদার বাড়ি, এতিমখানা। আরো রয়েছে আরিচা ঘাট, বালিয়াটি প্রাসাদ, তেওতা জমিদার বাড়িসহ ধানকোড়া জমিদার বাড়ি।

আফরোজা

×