ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১১৩ জনের

গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ২৯ জুলাই ২০২৫

গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

খাবার সংগ্রহ করতে হুড়োহুড়ি করছে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ আপডেটে মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। একই সময় আহত অবস্থায় ৬৩৭ জনকে হাসপাতালে আনা হয়। এতে সব মিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে। খবর আলজাজিরার।
এদিকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসানে কার্যকর দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘ সদর দপ্তরে তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়।

ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে। তবে ইসরাইল ও তার প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র সম্মেলন বয়কট করেছে। গত বছরের সেপ্টেম্বরে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়। চলতি বছরের জুনে এই সম্মেলন হওয়ার কথা ছিল এবং এই সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় ফ্রান্স। কিন্তু ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসনের কারণে তা স্থগিত করা হয়। প্রায় এক মাস পর সোমবার সম্মেলন শুরু হয়।

এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন। সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইসরাইল রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ তৈরির লক্ষ্যকে সমর্থন করার আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক ওদেহ মুহাম্মদ হাদালিনকে গুলি করে হত্যা করেছে একজন ইসরাইলি বসতি স্থাপনকারী।

স্থানীয় কর্মকর্তা এবং সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন। অধিকৃত পশ্চিমতীরের মাসাফের ইয়াত্তার উম্মে আল-খাইর গ্রামে এ ঘটনা ঘটে। হাদালিন তার সচেতনতামূলক কর্মকা-ের জন্য সুপরিচিত ছিলেন তিনি অস্কার বিজয়ী চলচ্চিত্র নো আদার ল্যান্ড-এর নির্মাতাদের সহায়তা করেছিলেন।

প্যানেল হু

×