
ছবিঃ সংগৃহীত
উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা সজিবুল ইসলাম সজিবের (১৯) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মোড়াগোলা গ্রামের আবুল মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, ৬ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ এলাকায় আগমন উপলক্ষে পথে বিএনপির একটি গ্রুপ নান্দাইলে শুভেচ্ছা জানায়। সেখানে মোটরসাইকেল বহরে এসে ফেরার পথে সজিব কানুরামপুর-মধুপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
এ অবস্থায় দীর্ঘদিন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার বিকালে মারা যায়। সজিব মুশুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল।
সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুশুলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আওলাদ হোসেন সাদ্দাম বলেন, সজিব ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। সে ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং মুশুলী কলেজ ছাত্রদলের নেতা ছিল।
ইমরান