
ছবি: প্রতীকী
গুগল তাদের সার্চ ইঞ্জিনে বড় ধরনের পরিবর্তন এনেছে। ব্যবহারকারীদের আরও স্মার্ট ও কার্যকর ফলাফল দিতে প্রতিষ্ঠানটি চালু করেছে নতুন একটি ফিচার—‘ওয়েব গাইড’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর এই ফিচার গুগলের নিজস্ব ‘জেমিনি’ মডেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
গুগল জানিয়েছে, এই ফিচার বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ব্যবহারকারীরা চাইলে ‘গুগল সার্চ ল্যাবস’-এর মাধ্যমে এটি চালু করতে পারবেন। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র আগ্রহীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নতুন এই ফিচারে ব্যবহারকারী যদি উদাহরণস্বরূপ ‘how to care for someone you love’ লিখে সার্চ দেন, তাহলে গুগল প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ওয়েবসাইটের লিংক দেখাবে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরবে। সবশেষে সার্চ ফলাফলগুলোকে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে সাজিয়ে উপস্থাপন করবে।
বিশেষজ্ঞরা বলছেন, যারা খুব নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন বা অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, তাদের জন্য ‘ওয়েব গাইড’ ফিচারটি অত্যন্ত কার্যকর হতে পারে। এটি শুধু সময়ই বাঁচাবে না, পাশাপাশি বিভ্রান্তিকর বা ভুল তথ্য পাওয়ার সম্ভাবনাও অনেকটা কমিয়ে দেবে।
গুগল আরও জানিয়েছে, যারা পুরোনো স্টাইলের সার্চ রেজাল্ট দেখতে আগ্রহী, তারা এখনো সেই অপশন ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে ‘ওয়েব গাইড’ ফিচারটি সার্চ পেজের ‘All’ ট্যাবে স্থান পাবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গুগলের নতুন এই উদ্যোগ তরুণ ও প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সহায়ক হবে। কারণ আগের মতো এলোমেলোভাবে ওয়েবসাইট লিংক দেখানোর পরিবর্তে এখন ফলাফলগুলো থিম বা ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দেওয়া হচ্ছে। এতে করে তথ্য খোঁজা আরও সহজ ও কার্যকর হবে।
সূত্র: https://www.searchenginejournal.com/
রাকিব