
ছবি: প্রতীকী
বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে নিয়ে আসছে নতুন একটি ফিচার—ইউজারনেম। এই ফিচারের মাধ্যমে নাম বা ফোন নম্বর গোপন রেখে অনায়াসে চ্যাট ও কল করা যাবে।
প্রযুক্তি সংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট WABetaInfo-এর বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খুব শিগগিরই ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের জন্য আর মোবাইল নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।
ইতোমধ্যে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ফিচারটি পাওয়া যাবে। ইউজারনেম তৈরির ক্ষেত্রে ৩ থেকে ৩০ অক্ষরের মধ্যে ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, ডট (.) এবং আন্ডারস্কোর (_) ব্যবহার করার সুযোগ থাকবে। যেই ইউজারনেম একবার ব্যবহার হবে, সেটি আর কেউ নিতে পারবে না।
বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচার ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা আরও শক্তিশালী করবে। বিশেষ করে যারা নম্বর প্রকাশ করতে চান না বা স্প্যাম বার্তার ভয়ে আছেন, তাদের জন্য এটি হতে পারে কার্যকরী সমাধান।
হোয়াটসঅ্যাপ সূত্র জানিয়েছে, ব্যবহারকারীরা যদি ইউজারনেম পরিবর্তন করেন, তবে স্বয়ংক্রিয়ভাবে তাঁদের কনটাক্টদের তা জানিয়ে দেওয়া হবে। এমনকি হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনেও ইউজারনেম চেক করার বিশেষ সুবিধা থাকবে। এতে রিয়েল-টাইমেই দেখা যাবে পছন্দের ইউজারনেমটি কেউ নিয়ে নিয়েছে কিনা।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটির বেশি। ব্যক্তিগত চ্যাট হোক কিংবা অফিসিয়াল আলোচনা বা গ্রুপ মেসেজিং—সব ক্ষেত্রেই এই ইউজারনেম ফিচার নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তবে ঠিক কবে নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যেই ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে।
সূত্র: https://novyny.live/en/tehnologii/whatsapp-dozvolit-ne-dilitisia-svoyim-nomerom-telefonu-detali-258350.html
রাকিব