ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

তীক্ষ্ণ নজর না থাকলে ৮ সেকেন্ডে লুকিয়ে থাকা নেকড়ে খুঁজে পাওয়া অসম্ভব!

প্রকাশিত: ১৪:৪১, ২৮ জুলাই ২০২৫

তীক্ষ্ণ নজর না থাকলে ৮ সেকেন্ডে লুকিয়ে থাকা নেকড়ে খুঁজে পাওয়া অসম্ভব!

ছবি: সংগৃহীত

সবুজ লতাপাতার মধ্যে চমৎকারভাবে লুকিয়ে থাকা একটি নেকড়েকে খুঁজে বের করার চ্যালেঞ্জ দিচ্ছে এক অপটিক্যাল ইলিউশন ছবি। আপনি পারবেন কি মাত্র ৮ সেকেন্ডে খুঁজে পেতে?

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রান্তিমূলক চিত্র বছরের পর বছর ধরে ইন্টারনেটে মানুষের মনোযোগ কাড়ছে। কারণ এই ধরণের ছবি শুধু চোখকে বিভ্রান্তই করে না, মস্তিষ্ককেও দেয় এক রকম ধাঁধা। এগুলো আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, চিন্তা করার ধরণে পরিবর্তন আনে, আর নতুনভাবে দেখার অভ্যাস তৈরি করে। এই সর্বশেষ ভাইরাল চিত্রটিও তেমনই এক চ্যালেঞ্জ।
Reddit-এ @Crafty-Cow9480 নামের এক ব্যবহারকারী ছবিটি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে সবুজ পাতায় ভরা একটি দেয়াল, আর সামনে রাখা একটি পুরনো কাঠের স্টুল। প্রথমে দেখে মনে হবে এ এক শান্ত নির্জন বাগানের কোণ। কিন্তু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে, পাতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে।

ঘন পাতার মধ্যে এমনভাবে মিশে আছে এক নেকড়ে, যাকে খালি চোখে চট করে ধরা প্রায় অসম্ভব। তার শরীরের রং, পটভূমির সঙ্গে এমনভাবে মিশে গেছে যে অনেকেই কয়েকবার দেখে ফেললেও খুঁজে পাননি।

এই ভিজ্যুয়াল ধাঁধার আসল চ্যালেঞ্জ হলো—মাত্র ৮ সেকেন্ডের মধ্যে আপনি কি খালি চোখে সেই লুকানো নেকড়েটিকে খুঁজে বের করতে পারেন?

📷 ছবিটি দেখে চেষ্টা করুন:
(ছবি: Reddit/@Crafty-Cow9480)

শিহাব

×