ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

মো. নূরুল ইসলাম বুলবুল

কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ মেনে নেবে না

প্রকাশিত: ২০:৩৯, ২৮ জুলাই ২০২৫

কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ মেনে নেবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আগামীতে জনগণ বর্জন করবে। ইতোমধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছে। জনগণ বলতে শুরু করেছে—ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল যা করছে, ক্ষমতায় গেলে তারা কী করবে—সেটা জনগণের বোধগম্য হয়ে গেছে। তাই জনগণ আর কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনির দলের হাতে বাংলাদেশ ছেড়ে দেবে না।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, মনে রাখতে হবে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়।
সোমবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে গবাদি পশু বিতরণকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, নতুন বাংলাদেশের মডেল হবে চাঁপাইনবাবগঞ্জ। অতীতে সরকারি চাকরি কিংবা রাষ্ট্রীয় সুবিধা কেবল দলীয় বিবেচনায় প্রদান করা হয়েছে। তিনি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রীয় সুবিধা প্রদানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বৈষম্য থাকবে না। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুর করে তাদের ধর্মীয় স্বাধীনতা লুন্ঠনের সুযোগ আর কেউ পাবে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি আধুনিক, ইসলামিক, কল্যাণ ও মানবিক রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করা হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ সেটি মেনে নেবে না। জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচন চায়। তবে তার আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া যেকোনো নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। যারা সংস্কার ও গণহত্যার বিচার না চেয়ে শুধুমাত্র নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য খারাপ। তারা কোনোভাবে ক্ষমতা দখল করতে পারলেই দেশে আবার লুটপাটের রাজত্ব কায়েম করবে।

তিনি বলেন, দু’একটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে বলছে—৪/৫ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন! এটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন না; নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে সরকার যদি কোনোভাবে একটি নির্বাচন আয়োজন করে, তবে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে আবারও জুলাই ফিরে আসবে, তবুও ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ব্যর্থ হতে দেওয়া যাবে না।

তিনি নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীম। সভা পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল শ্রমিকদের মাঝে ২০টি ছাগল বিতরণ করেন।

সানজানা

×