
চীনের হুবেই প্রদেশের উহান শহরে চালু হয়েছে বিশ্বের অন্যতম ব্যতিক্রমধর্মী ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা—অপটিক্স ভ্যালি লাইট রেল। এই ট্রেনটি সাধারণ রেললাইনের ওপর দিয়ে নয়, বরং বাতাসে ঝুলে থেকে চালিত হয়, যা এক অভিনব এবং অত্যাধুনিক পরিবহন অভিজ্ঞতা প্রদান করে যাত্রীদের।
এই রেলপথটি এক ধরনের সাসপেন্ডেড মনোরেল—অর্থাৎ, পুরো ট্রেনটি ট্র্যাকের নিচে ঝুলে চলে, যার ফলে এটি দেখে মনে হতে পারে যেন ট্রেনটি উল্টোভাবে চলছে। চলন্ত অবস্থায় এটি শহরের ওপর দিয়ে মসৃণভাবে ভেসে যায় এবং যাত্রীদের জন্য পুরো উহান শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ তৈরি করে।
প্রযুক্তির উৎকর্ষের প্রতীক
উহান অপটিক্স ভ্যালি লাইট রেল শুধু পরিবহনের একটি মাধ্যম নয়, বরং এটি চীনের প্রযুক্তি ও নকশাগত দক্ষতার এক জীবন্ত উদাহরণ। এই রেল ব্যবস্থায় ব্যবহৃত হয়েছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম, শক্তিশালী ইলেকট্রিক মোটর এবং পরিবেশবান্ধব উপকরণ, যা একে ভবিষ্যতের ট্রান্সপোর্ট হিসেবে তুলে ধরে।
যাত্রীদের জন্য নতুন অভিজ্ঞতা
প্রতিদিন শত শত যাত্রী এই মনোরেল ব্যবহার করে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। অনেক পর্যটকও এই ট্রেনের যাত্রা নিতে ভিড় করছেন শুধু এর অভিনব ডিজাইন ও শহরের ওপর থেকে দৃশ্য উপভোগ করার জন্য। রেলের জানালা দিয়ে দেখা যায় শহরের সুসজ্জিত রাস্তাঘাট, ভবন, পার্ক ও হ্রদের মনোরম দৃশ্য।
বিশ্ববাসীর আগ্রহ
চীনের অপটিক্স ভ্যালি লাইট রেল বর্তমানে সোশ্যাল মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচিত। অনেকেই একে ভবিষ্যতের শহুরে ট্রান্সপোর্ট মডেল হিসেবে দেখছেন, বিশেষত যেসব শহরে যানজট একটি বড় সমস্যা।
চীনের উহানে স্থাপিত এই সাসপেন্ডেড মনোরেল শুধু আধুনিক প্রযুক্তির নিদর্শন নয়, এটি পরিবেশবান্ধব ও সৌন্দর্যমণ্ডিত পরিবহন ব্যবস্থার পথপ্রদর্শক। ভবিষ্যতের শহর কেমন হবে, তার এক ঝলক যেন দেখা যায় এই উল্টো ট্রেন যাত্রায়।
রিফাত