
ইতালি
ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইসতাদ জানিয়েছেন, ইতালিতে কর্মক্ষম মানুষের সংখ্যা এক পঞ্চমাংশের বেশি কমে যাবে আর সেটা ঘটবে আগামী ২৫ বছরের মধ্যে।
সোমবার (২৮ জুলাই) এই তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে দিয়ে দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীর বাস্তবিক চিত্র ফুটে উঠেছে।
জন্মহার কমে যাওয়া ও কর্মক্ষম জনসংখ্যার হার সংকুচিত হওয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইতালি। গত বছর দেশটিতে জন্মহার ছিল সবচেয়ে বেশি। প্রায় ৩ লাখ ৭০ হাজার। একই সময়ে দেশটিতে জনসংখ্যা ৩৭ হাজার কমে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৯ লাখে।
সর্বশেষ জনমিতিক পূর্বাভাসে ইসতাদ ধারণা করছে, ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ২০২৪ সালে ৩৭.৪ মিলিয়ন থেকে কমে ২০৫০ সালে ২৯.৭ মিলিয়নে নেমে আসবে। বয়সভিত্তিক এই জনগোষ্ঠীর মোট জনসংখ্যার শতাংশ হিসেবে ৬৩.৫ শতাংশ থেকে কমে ৫৪.৩ শতাংশে পৌঁছাবে।
এ সময়ের মধ্যে, ৬৫ বছর বয়সী জনসংখ্যার হার বর্তমান ২৪.৩ শতাংশ থেকে বেড়ে মোট জনসংখ্যার ৩৪.৬ শতাংশ হতে পারে। অন্যদিকে ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের সংখ্যা ১২.২ শতাংশ থেকে কমে ১১.২ শতাংশ হতে পারে।
খবর রয়টার্স
তাসমিম