
ছবি: সংগৃহীত।
আলোচিত নেত্রী নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
গণমাধ্যমকে আখতার হোসেন বলেন, “নীলা এনসিপির কেউ নয়। তিনি শুধুমাত্র নাগরিক কমিটিতে ছিলেন। আমরা তাকে কিছুদিন পর্যবেক্ষণে রেখেছিলাম। কিন্তু তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে কখনো আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত করা হয়নি।”
নীলার দল ছাড়ার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হলেও এনসিপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তিনি দলটির মূল সংগঠনের সদস্য ছিলেন না।
নুসরাত