
শরীয়তপুরে জাজিরার বড় গোপালপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। গত ৫০ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে সন্তানকে হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই পরিবারে এরকম বর্বরোচিত ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার বড় গোপালপুর এলাকায় নিজ বাড়িতে স্বামী করিম মুন্সি (৭০) তার স্ত্রী সোনাবান বিবিকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, করিম মুন্সি ও সোনাবান বিবির ৫০ বছরের দাম্পত্য জীবন ছিল। এক বছরের মধ্যে দুই ছেলেকে হারানোর কষ্টে দম্পতির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরস্পরের সঙ্গে কথা কাটাকাটি চলছিল দীর্ঘদিন।
সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে করিম মুন্সি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আফরোজা