ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

প্রেমিয়ারে জুতো খেলেন পরিচালক, অভিনেত্রী রুচির বিরুদ্ধে ১০ কোটির মামলা!

প্রকাশিত: ১৯:১৬, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১৭, ২৯ জুলাই ২০২৫

প্রেমিয়ারে জুতো খেলেন পরিচালক, অভিনেত্রী রুচির বিরুদ্ধে ১০ কোটির মামলা!

সম্প্রতি বলিউডে একটি সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। অভিনেত্রী রুচি গুজ্জর প্রকাশ্যেই পরিচালক ও প্রযোজক মান সিংকে জুতো ও পানির বোতল ছুড়ে মেরেছেন। ‘সো লং ভ্যালি’ নামের একটি ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে, যার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার আকস্মিকতায় প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। রুচি গুজ্জরের এমন আচরণের কারণ এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরিচালক মান সিং রুচি গুজ্জরের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন।

মান সিং অভিযোগ করেছেন যে রুচির এই কাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত ছিল। তার দাবি, ‘রুচির উদ্দেশ্য ছিল ছবিটির প্রচার ও সাফল্যে জল ঢালা।’ এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। বলিউডের অন্দরমহলে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

রাজু

×