
কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদ ইন্ডিয়া এলাকায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অভিযান পরিচালনা করেছে। ২৮ জুলাই রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে ১৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের ভাষ্য অনুযায়ী অভিযানের মূল উদ্দেশ্য ছিল বৈধ ও অবৈধ অভিবাসীদের মধ্যে পার্থক্য নির্ধারণ করা এবং অবৈধভাবে বসবাস বা কাজ করা ব্যক্তিদের শনাক্ত করা।
বিভিন্ন দেশ থেকে আসা এসব আটক অভিবাসীর মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, নেপালি, মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন। অভিযানে দেখা যায় অনেকেই গ্রাহকের ছদ্মবেশে দোকানপাটে অবস্থান করছিলেন যাতে করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে পারেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের কৌশল ধরে ফেলেন এবং আটকের আওতায় নিয়ে আসেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক রুশডি আবু বাসরি বলেন, আমাদের সদস্যরা সকাল ১০টা থেকে এলাকায় উপস্থিত ছিলেন যাতে করে প্রকৃত গ্রাহক এবং বিদেশি শ্রমিকদের আলাদা করে শনাক্ত করা যায়। তিনি আরও জানান, আটককৃত সবাইকে সেলাঙ্গরের বেরানাং এলাকায় অবস্থিত মিলেনিয়াম অস্থায়ী ইমিগ্রেশন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, মসজিদ ইন্ডিয়া এলাকায় এটি চলতি বছরের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ফেব্রুয়ারির ১৫ তারিখেও এ ধরনের অভিযান পরিচালিত হয়েছিল। ইমিগ্রেশন বিভাগ বলছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে করে নিয়োগদাতা ও শ্রমিক উভয়পক্ষ আইন মেনে চলে এবং বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত হয়।
রিফাত