
ছবিঃ সংগৃহীত
মানুষের ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা নিয়ে নানান গবেষণা হয় প্রতিনিয়ত। তবে এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে একটি নতুন তথ্য—রক্তের গ্রুপও আপনার মস্তিষ্কের কার্যক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হতে পারে!
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি ৬৯ জন অংশগ্রহণকারীর উপর একটি সমীক্ষা চালিয়ে জানতে পারে, B+ এবং O+ রক্তের গ্রুপের ব্যক্তিদের মস্তিষ্ক হয় সবচেয়ে তীক্ষ্ণ ও স্মৃতিশক্তিতে মারাত্মক। এই ব্যক্তিরা সাধারণত যে কোনো পরিস্থিতি খুব দ্রুত বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম।
গবেষণায় কী উঠে এসেছে?
গবেষকদের মতে, B+ রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্কে পেরিটোনিয়াল ও টেম্পোরাল লোবের সেরিব্রাম তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে। এর ফলেই এদের চিন্তাভাবনা হয় গভীর এবং সমস্যা সমাধানে এরা হয়ে ওঠে দারুণ কার্যকর। একাগ্রতা ও মনোযোগের দিক থেকেও তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকে।
অন্যদিকে, O+ রক্তের গ্রুপধারীরা রক্ত সঞ্চালন এবং মস্তিষ্কে অক্সিজেন প্রবাহের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকেন। এই কারণে তাদের স্মৃতিশক্তি হয় উন্নত এবং কঠিন কাজ সহজেই সম্পন্ন করতে পারেন তারা।
অন্য রক্তের গ্রুপের ব্যক্তিদের কী হবে?
এই গবেষণার ফলাফল কোনো একক সিদ্ধান্ত নয়। গবেষকেরা নিজেরাই জানিয়েছেন, শুধুমাত্র B+ এবং O+ নয়—অন্যান্য রক্তের গ্রুপের মানুষের মধ্যেও প্রচুর বুদ্ধিদীপ্ত, স্মার্ট ও সফল ব্যক্তির উদাহরণ রয়েছে। বুদ্ধিমত্তা নির্ভর করে জিন, অভিজ্ঞতা, শিক্ষা, পরিবেশসহ বহু বিষয়ের উপর।
সতর্কতা
এই গবেষণা একটি সীমিত পরিসরে করা হয়েছে এবং এটি নিছকই একটি পর্যবেক্ষণমূলক ফলাফল। তাই একে চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যাবে না।
ডিসক্লেমার: এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য গবেষণাভিত্তিক এবং তা কোনো চিকিৎসা পরামর্শ নয়। রক্তের গ্রুপ বা মস্তিষ্ক সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্রঃ এবিপি আনন্দ
ইমরান