ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

প্রকাশিত: ২০:৩১, ২৮ জুলাই ২০২৫

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর নির্দেশক্রমে বিমান বাহিনীর প্রতিনিধি দল আজ সোমবার (২৮-৭-২০২৫) সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত গাজীপুর জেলার কোমলমতি শিক্ষার্থী 

(১) আব্দুল মুবাশ্বির মাকিন
(২) সায়মা আক্তার
(৩) আফসানা আক্তার প্রিয়া;

টাঙ্গাইল জেলার শিক্ষার্থী—
(৪) মেহনাজ আফরিন হুমায়রা
(৫) তানভীর আহমেদ;

রাঙামাটি জেলার শিক্ষার্থী—
(৬) উক্যছাইং মারমা এরিকশন; এবং

ভোলা জেলার—
(৭) মাসুমা বেগম (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহায়ক)

এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুম/মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

এছাড়াও, বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল নিহত কোমলমতি শিক্ষার্থী আব্দুল্লাহ শামীম এবং শ্রদ্ধেয় অভিভাবক লামিয়া আক্তার সোনিয়া-এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

প্রতিনিধি দলসমূহ শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

সানজানা

×