
ছবি: দৈনিক জনকন্ঠ।
নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০০ বিঘা জমির আমবাগানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চলতি বর্ষা মৌসুমে বাগানগুলোতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, সাপাহার সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে খঞ্জনপুর পাকা সড়কের উত্তর পাশে মহিলা হাফেজিয়া মাদ্রাসার পেছনের মাঠজুড়ে জমে আছে বৃষ্টির পানি। উত্তর দিকের ফুটকইল, খেড়ুন্দা ও কুচিন্দা গ্রামের পানি যুগ যুগ ধরে এই মাঠ দিয়েই নিষ্কাশন হতো।
স্থানীয়দের অভিযোগ, চলতি বছর সড়ক ও জনপথ বিভাগের (সিএন্ডবি) সরকারি জমি দখল করে পানি নিষ্কাশনের নালা ভরাট করে প্রায় ২০-২৫টি আমের আড়তঘর নির্মাণ করেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে বন্ধ হয়ে গেছে প্রাকৃতিক পানি প্রবাহের পথ।
এ নিয়ে ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান ভুক্তভোগী আমবাগান মালিকদের পক্ষে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, খঞ্জনপুর রোডের মহিলা মাদ্রাসার পাশ দিয়ে যে সরকারি নালাটি ছিল, সেটিই বর্ষায় পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ছিল। এখন তা দখল হয়ে যাওয়ায় পুরো মাঠ পানিতে ডুবে গেছে।
ফলে আমবাগান মালিকরা বাগানের নিয়মিত পরিচর্যা করতে পারছেন না, যা আম উৎপাদনের ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দখলমুক্ত করে নালা পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মিরাজ খান