
ছবি: জনকণ্ঠ
মাইলস্টোন কলেজে নিহত গাজীপুরের দুই শিক্ষার্থী ও এক অভিভাবকের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। তাঁর পক্ষে শ্রদ্ধা জানাতে উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিকের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল সোমবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে আসেন। তারা নিহতের কবরের পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার প্রদান করেন। এসময় প্রতিনিধি দলের সদস্যরা বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুল দিয়ে কবরে শ্রদ্ধা জানান।
প্রতিনিধি দল প্রথমে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল মোবাশ্বির মাকিনের বাড়ী গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় যান। পরে গাজীপুর মহানগরের বিপ্রবর্থা এলাকার নিহত শিক্ষার্থী সায়মা আক্তারের বাসায় যান। পরে সেখান থেকে জেলার কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই গ্রামের ওই স্কুলের শিক্ষার্থীর অভিভাবক নিহত আফসানা আক্তার প্রিয়ার বাড়িতে যান।
প্রতিনিধি দলের প্রধান ও বিমান বাহিনী উইং কমান্ডার সিবিএম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি জানান, আহতদের চিকিৎসার কোন প্রকার ঘাটতি নেই, বিমান বাহিনীর একটি মেডিকেল টিম সাথে রয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠানোর প্রয়োজন হলে এবং বিদেশ থেকে কোন চিকিৎসক আনার প্রয়োজন হলে একটি বিমান প্রস্তুত রয়েছে। এছাড়া হতাহতদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকুরীর ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে।
আবির