ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিক আনোয়ার, জানালেন ফিরে আসার প্রত্যয়

আরাফাত ইয়াছার

প্রকাশিত: ০০:৪৬, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ০০:৪৭, ২৮ জুলাই ২০২৫

আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিক আনোয়ার, জানালেন ফিরে আসার প্রত্যয়

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ভয়াবহ রেসিং দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশি আন্তর্জাতিক রেসার অভিক আনোয়ার।

আজ দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন-আল্লাহর অশেষ রহমতে তিনি এখন পুনরুদ্ধারের পথে আছেন।

"আলহামদুলিল্লাহ, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। যারা আমার খোঁজ নিয়েছেন এবং আমার জন্য দোয়া করেছেন-আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা," লিখেছেন অভিক।

তিনি আরও বলেন, ইন শা আল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে আবার রেস ট্র্যাকে ফিরে আসবেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

গত সপ্তাহে মালয়েশিয়ার Sepang International Circuit-এ Race 1-এর সময় অভিক আনোয়ার প্রায় ১৪০ কিমি/ঘণ্টা গতিতে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। একটি ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে তার টিমমেটের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে তিনি মাথায় আঘাত (concussion), পাঁজরে ব্যথা, পায়ে কাটা ও হেয়ারলাইন ফ্র্যাকচারে আহত হন।

দুর্ঘটনার পর তিনি Cyberjaya Hospital-এ চিকিৎসাধীন ছিলেন এবং তাকে ১২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

দুর্ঘটনার পর থেকেই দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত, অনুসারী এবং ক্রীড়াপ্রেমী মানুষ সামাজিক মাধ্যমে অভিকের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়ে যাচ্ছেন।

অভিক নিজেও তাঁর পোস্টে সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

"আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। জাযাকাল্লাহু খাইরান।"

রেসিং ট্র্যাকে ফিরতে দৃঢ় প্রত্যয়ী অভিক আনোয়ার। তার বার্তায় ছিল আত্মবিশ্বাস ও প্রতিজ্ঞা-তিনি আবারও দেশের পতাকা নিয়ে আন্তর্জাতিক রেস ট্র্যাকে ফিরবেন।

দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠে অভিক আনোয়ারের এই প্রত্যাবর্তনের ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াজগৎ এবং তরুণদের জন্য এক অনুপ্রেরণার বার্তা। একজন খেলোয়াড় শুধু জয়ের মধ্যেই শক্তিশালী নন, তিনি সত্যিকারের বীর যখন তিনি আঘাত পেয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস দেখান।

Mily

×