ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শিশুর হঠাৎ প্রচণ্ড জ্বর? কী করবেন?

প্রকাশিত: ০২:০৮, ২৮ জুলাই ২০২৫

শিশুর হঠাৎ প্রচণ্ড জ্বর? কী করবেন?

ছবি: সংগৃহীত

শিশুর হঠাৎ জ্বর হলে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিন।

 প্রাথমিক করণীয়ঃ
তাপমাত্রা মাপুন – 38°C (100.4°F) বা তার বেশি হলে জ্বর ধরা হবে।
হালকা পোশাক পরান – ভারী কাপড় বা কম্বল এড়িয়ে চলুন।
পানি ও তরল বেশি দিন – পানি, স্যুপ, লেবুর শরবত 
প্যারাসিটামল দিন

সহজ নিয়ম: প্রতি ৮ কেজি ওজনের জন্য ১ চামচ (৫ মি.লি.) সিরাপ, ৬ ঘণ্টা পর পর।
যেমন আপনার শিশুর ওজন যদি ৮ কেজি হয়ে থাকে তাহলে এক চামচ প্যারাসিটামল সিরাপ ৬ ঘণ্টা পর করতে হবেন ১২ কেজি হয়ে থাকলে দেড় চামচ প্যারাসিটামল সিরাপ ৬ ঘন্টা পর পর খাওয়াবেন এবং জ্বরের তাপমাত্রা যদি ১০২° ফারেনহাইট বা এর বেশি হয় তাহলে প্যারাসিটামল সাপোজিটরি পায়খানার রাস্তায় দিবেন।

লুকো গরম পানিতে স্পঞ্জ করুন – ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করবেন না।

বিপদ সংকেত (জরুরি হাসপাতালে নিন):
শ্বাসকষ্ট
খিঁচুনি
বাচ্চা খেতে না পারা
অজ্ঞান বা অতিরিক্ত দুর্বলতা

 যা করবেন না:
নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না
অতিরিক্ত কাপড় দিয়ে গরম রাখবেন না
শিশুর জ্বর অবহেলা নয়। প্রয়োজন হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

ফারুক

×