
ছবি: জনকণ্ঠ
‘জামায়াতের গুপ্ত রাজনীতির সত্যতা’ শিরোনামে লেখাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ২৮ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘জামায়াতের গুপ্ত রাজনীতির সত্যতা’ শিরোনামে ২৮ জুলাই ‘আমাদের সময়’ পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় জনাব মারুফ মল্লিক কর্তৃক লিখিত লেখাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনাব মরুফ মল্লিক ‘মিথ্যার রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন দলকে জামায়াত-শিবিরের ধারায় প্রভাবিত করার চেষ্টা করেন’ মর্মে যেসব কথা লিখেছেন তা সর্বৈব অসত্য। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলে জামায়াত-শিবিরের লোকদের গুপ্ত অবস্থায় থাকার যে কথা জনাব মারুফ মল্লিক লিখেছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার গোটা লেখাটিই কাল্পনিক তথ্য নির্ভর। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই তিনি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এ দেশে প্রকাশ্যেই রাজনীতি করে আসছে। মিথ্যার রাজনীতি কিংবা গুপ্ত রাজনীতি বা অন্য কোনো দলে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ করার প্রশ্নই আসে না। এসব অভিযোগ সংশ্লিষ্ট লেখকের নিজস্ব আবিস্কার। বাস্তবতার সাথে এসব অভিযোগের কোনো সম্পর্ক নেই। এভাবে অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি জনাব মারুফ মল্লিকের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, অত্র প্রতিবাদটি ‘আমাদের সময়’ পত্রিকা কর্তৃপক্ষ যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”
আবির