ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

‘কুকুরের মতো ক্লান্ত’, অঝোরে কান্না চীনা ডেলিভারি কর্মীর, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১১:৫৫, ২৮ জুলাই ২০২৫

‘কুকুরের মতো ক্লান্ত’, অঝোরে কান্না চীনা ডেলিভারি কর্মীর, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

চীনে এক ডেলিভারি কর্মীর কাঁদতে কাঁদতে নিজের জীবনসংগ্রামের বর্ণনা দেওয়ার একটি হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। মধ্য শিফটে নিজের যন্ত্রণার কথা বলতে বলতে ভেঙে পড়েন তিনি। ভিডিওটি গিগ-ইকোনমিতে কাজ করা শ্রমিকদের শারীরিক ও মানসিক চাপে কতটা ভুগতে হয়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, হলুদ ইউনিফর্ম ও হেলমেট পরা ওই ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন। বারবার বলছেন, ‘আমি আর পারছি না, খুব ক্লান্ত লাগছে—একেবারে কুকুরের মতো ক্লান্ত।’

তিনি বলেন, শিক্ষকরা বারবার সাবধান করলেও তিনি একসময় জেদ করে স্কুল ছেড়েছিলেন। কিন্তু বর্তমান জীবনযাপন তাকে দমিয়ে দিয়েছে। কষ্টকর শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক চাপেও তিনি বিপর্যস্ত। এতে নিজের পরিবারকেও ভালো রাখতে পারছেন না বলে আক্ষেপ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি আমার মা-বাবাকে সেই জীবনটা দিতে পারি না, যা তারা ডিজার্ভ করেন। এমনকি আমি নিজেও নিজের মতো করে বাঁচতে পারি না। এটা ভীষণ কষ্টের। কিন্তু কাকে বলব আমি এসব কথা?’

ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে কষ্টে জর্জরিত এই ডেলিভারি কর্মীর পাশে দাঁড়ানোর কথা বলেছেন।

উল্লেখ্য, গত বছর চীনে এক ডেলিভারি কর্মী ১৮ ঘণ্টার শিফট শেষে বাইকে ঘুমিয়ে থাকতে গিয়ে মারা যান। তার বন্ধুদের দাবি, তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং কোনো কোনো দিন মাত্র ৩ ঘণ্টা ঘুমিয়েই আবার কাজে নেমে পড়তেন।

ভিডিও দেখুন: https://twitter.com/i/status/1949468171586461780

 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

রাকিব

×