ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

চিরকুটসহ ভারত থেকে ভেলায় ভেসে এলো মরদেহ

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ জুলাই ২০২৫

চিরকুটসহ ভারত থেকে ভেলায় ভেসে এলো মরদেহ

ছবি: সংগৃহীত।

কুড়িগ্রামের দুধকুমার নদে ভেসে এলো এক ভারতীয় শিশুর মরদেহ। চাটাইয়ে মোড়ানো অবস্থায় কলা গাছের ভেলায় ভেসে আসা এই মরদেহে ছিল পরিচয়সহ একটি চিরকুট। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাট এলাকায় নদীতে ভেলাটি দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলা গাছের কয়েকটি গুঁড়ি দিয়ে তৈরি ভেলায় চাটাই ও পলিথিনে মোড়ানো ছিল প্রায় ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ। মুখ খোলা থাকলেও বাকি শরীর চাদর ও মশারিতে ঢাকা ছিল। মরদেহের পাশে ছিল একটি চিরকুট, যেখানে শিশুটির নাম-পরিচয় ও একটি ভারতীয় মোবাইল নম্বর উল্লেখ ছিল।

চিরকুটে লেখা ছিল— শিশুটির নাম সুমীত দাস, পিতার নাম আকুমনি দাস, মাতার নাম পদ্মা দাস, ঠিকানা: ডেকাবঘাট, লালবাড়ি, আসাম, ভারত।

স্থানীয় কলেজছাত্র ফারুক খান জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান এবং চিরকুটে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ওপাশ থেকে সাড়া দেন অনকু দাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির মামা হিসেবে পরিচয় দেন। তিনি জানান, গত ১০ জুলাই সুমীত সাপের কামড়ে মারা গেলে তাকে তাদের পারিবারিক রীতি অনুযায়ী কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়।

নুসরাত

×