ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাজেদুল ইসলাম আকাশ, বোদা, পঞ্চগড়

প্রকাশিত: ২৩:৩০, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৩২, ২৮ জুলাই ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য পরিষদের ব্যানারে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। এবং সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি, সানাউল্লাহ, ওমর ফারুক প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা লক্ষ্য করছি, নিষিদ্ধ সংগঠনের লোকজন এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কর্মসূচি পরিচালিত করছে—এ বিষয়ে প্রশাসনের গাফিলতি মেনে নেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, আমরা নির্বাচন চাই, তবে বিচার-সংস্কারকে পাশ কাটিয়ে নয়।

সানজানা

×