ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

টঙ্গিতে উন্মুক্ত ড্রেনে পড়ে নারী নিখোঁজ, ২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

প্রকাশিত: ২২:৫৪, ২৮ জুলাই ২০২৫

টঙ্গিতে উন্মুক্ত ড্রেনে পড়ে নারী নিখোঁজ, ২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

টঙ্গীতে উন্মুক্ত ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া এক নারীকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো খুঁজে পাওয়া যায়নি। ফারিয়া তাসনিম জ্যোতি নামের এই নারী রোববার রাত ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত একটি ম্যানহোলে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি কর্পোরেশন উদ্ধার অভিযান শুরু করে। তবে উৎসুক জনতার ভিড়ে বারবার বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ, জানায় সংশ্লিষ্টরা। ভিড় সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

নিখোঁজের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্ধান না মেলায় ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে। এতে যান চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলে দীর্ঘদিন ধরেই ড্রেনের স্ল্যাব খোলা ছিল। তারা জানান, ইম্পিরিয়াল হাসপাতাল, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ তিন পক্ষেরই গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা এলাকাবাসী অনেকবার অভিযোগ করেছি, এমনকি হাসপাতালের মালিকদের কাছেও দরখাস্ত দিয়েছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি।"

অপর একজন বলেন, “যেখানে মহিলাটা পড়েছে সেখানে স্লাব ছিল না, পানিতে ঢাকা থাকায় কিছু বোঝা যাচ্ছিল না। প্রশাসনের উচিত এমন জায়গাগুলো চিহ্নিত করা।”

এদিকে সিটি কর্পোরেশন পুরো দায় এফবিআরটি ও হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপাচ্ছে। তাদের দাবি, পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

নিখোঁজ জ্যোতির পরিবারের আহাজারি আর স্থানীয়দের ক্ষোভে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Jahan

×