
বিদ্যালয়ে প্রবেশ করতে কোমর পানি পেরিয়ে যেতে হয়
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাসা ইউনিয়নের পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। বর্ষা মৌসুমে এই ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। বিদ্যালয়ে প্রবেশ করতে হলে কোমর পানি পেরিয়ে যেতে হয় অথবা ব্যবহার করতে হয় নৌকা।
সরেজমিনে দেখা যায়, পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়টি নিচু জায়গায় অবস্থিত। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠ জলাবদ্ধ হয়ে পড়ে। কখনো কখনো ক্লাস রুমেও পানি উঠে যায়। শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে স্রোতপূর্ণ পানির কারণে বিদ্যালয়ে আসতেও পারে না। শিক্ষকরা বাধ্য হয়ে নিজ উদ্যোগে নৌকা এনে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুম এলেই বিদ্যালয়ের মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বিদ্যালয় প্রবেশের কোনো সড়ক নেই। এখন বর্ষা মৌসুম একমাত্র নৌকাই ভরসা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সাইদুর রহমান জানান, বছরের প্রায় অর্ধেক সময় এই সমস্যার মধ্যে থাকতে হয়। বিষয়টি বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। যে কারণে বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী থাকলেও প্রতিদিন সবাই আসে না। এ কারণে দিন দিন এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এখন নিরুপায় হয়ে শিক্ষার্থীদের নৌকায় চড়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত বিদ্যালয়ের মাঠের উচ্চতা বাড়িয়ে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হোক। অন্যথায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হবে বলে তারা আশঙ্কা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, বিদ্যালয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্যানেল হু