
ছবি: সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চারজন নিহত ও আটজন নিখোঁজ রয়েছেন, জানিয়েছে সরকারি সংবাদমাধ্যম। প্রচণ্ড বর্ষণে হাজারো মানুষকে স্থানান্তরিত হতে হয়েছে।
চেনগড়ে শহরের নিকটবর্তী একটি গ্রামে ভূমিধসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারী বর্ষণ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ হেবেই প্রদেশে সৃষ্ট “গম্ভীর” বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি দল পাঠিয়েছে, যেখানে বেইজিং শহর ঘিরে রয়েছে।
গত কয়েক দিনে চীনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। হেবেইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শনিবার দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে সরকারি সংবাদমাধ্যম। ফুপিং কাউন্টিতে সপ্তাহান্তে ৪৬০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশের শানসী প্রদেশে বাস দুর্ঘটনায় একজনকে উদ্ধার করা হলেও তেরোজন নিখোঁজ রয়েছেন, সিসিটিভি জানিয়েছে।
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে শানসীর রাস্তাঘাট এবং চাষের জমি প্রবল বন্যায় ডুবে গেছে। বেইজিংয়ের উপকণ্ঠীয় মিয়ুন জেলায় ভারী বর্ষণের কারণে তিন হাজারের বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় জলাধারে “৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ পানি প্রবাহ” রেকর্ড করা হয়েছে, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সোমবার, জলাধারের ঠিক দক্ষিণে অবস্থিত মুজিয়ায়ু শহরে এএফপি সংবাদদাতা দেখতে পায় কাদামাটির প্রবাহে বিদ্যুতের তার ভেসে যাচ্ছে, পাশাপাশি বন্যা জর্জরিত রাস্তা পেরিয়ে সামরিক যানবাহন ও অ্যাম্বুলেন্স চলাচল করছে।
একটি নদী বাঁধ ভেঙে গাছপালা বহিয়ে নিয়েছে, আর ফসলের ক্ষেত বন্যায় নিমজ্জিত হয়েছে। রাজধানীর কর্তৃপক্ষ ভারী বৃষ্টির জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা এবং বন্যার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে, জানায় শিনহুয়া সংবাদ সংস্থা।
প্রচণ্ড বর্ষণ মঙ্গলবার সকালের আগে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চীনে প্রাকৃতিক বিপর্যয় সাধারণ, বিশেষ করে গ্রীষ্মকালে যেখানে কিছু এলাকায় ভারী বৃষ্টি পড়ে আবার অন্যত্র প্রচণ্ড তাপদাহ হয়।
বৈজ্ঞানিকরা বলছেন, চীন বিশ্বের সবচেয়ে বড় গ্রীনহাউস গ্যাস নির্গতকারী দেশ, যা জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ। তবে চীন একই সঙ্গে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকারী দেশ, যা ২০৬০ সালের মধ্যে তার বিশাল অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এই মাসে পূর্ব চীনের শানডং প্রদেশে আকস্মিক বন্যায় দুইজন নিহত ও দশজন নিখোঁজ হয়েছিলেন। সিচুয়ান প্রদেশের একটি মহাসড়কে এ মাসে ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়, যখন কয়েকটি গাড়ি পাহাড় থেকে নিচে ধসে পড়ে।
আবির